Site icon Jamuna Television

রংপুরে গ্রেফতার আরও ২৫

প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতার মামলায় রংপুরে নতুন করে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এ নিয়ে ১২টি মামলায় গত কয়েকদিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৮৫ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। বিভাগীয় কমিশনার জাকির হোসেন সরকার জানান, শুক্রবার (২৬ জুলাই) রংপুর বিভাগের আট জেলায় কারফিউ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল থাকবে।

/এএম

Exit mobile version