Site icon Jamuna Television

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি

টানা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে ভারতের মুম্বাইয়ে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। এই সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দফতর। আজ শুক্রবার (২৬ জুলাই) এমনটা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এ ঘোষণার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে বাতিল করা হয়েছে ২০টির বেশি ফ্লাইট। এখন পর্যন্ত ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর কর্মীদের। পাশাপাশি, সামরিক বাহিনীর এয়ার লিফটিং দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত দুদিন ধরেই ব্যাপক বৃষ্টিপাতের কবলে মহারাষ্ট্রের বিভিন্ন স্থান। এরইমধ্যে পুনেতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

/এএম

Exit mobile version