Site icon Jamuna Television

রাষ্ট্রীয় স্থাপনায় হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পত্তিতে হামলার অর্থ রাষ্ট্রের ওপর হামলা। দোষীরা যেন আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেই বিষয়ে কঠোর সরকার। তবে, কোটা আন্দোলনে জড়িত কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৬ জুলাই) প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত ও জঙ্গি গোষ্ঠী। যার প্রমাণ সরকারের হাতে আছে। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কারা জঙ্গি-সন্ত্রাসীদের সহিংসতার সুযোগ করে দিয়েছে, এমন প্রশ্নও তোলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ধৈর্য ধরলে সহিংসতা হতো না। ছাত্রদের দিয়ে কেউ যেন আবারও এমন ঘটনা না ঘটায়, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান।

/এমএন

Exit mobile version