Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে দুই পুলিশ হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ডেমরা থানা ছাত্রদলের মাসুদ রানাসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রায়েরবাগ শনিরআখড়া এলাকায় পুলিশের দুই সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় শিবিরের সক্রিয় কর্মীরাও অংশ নেন।

গ্রেফতারকৃত ছয় জনের মধ্যে আবু বকর নামে এক শিবির কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন হারুন অর রশীদ।

তিনি আরও বলেন, পুলিশ পিটিয়ে মারা হলে পুলিশ ভয় পাবে। পুলিশের মনোবল ভেঙ্গে যাবে। তাই পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে।

/এমএইচ

Exit mobile version