Site icon Jamuna Television

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও স্পিডবোট উল্টে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও স্পিডবোট উল্টে সাগরে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সকালে শাহ পরীর দ্বীপ ও টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দুটি পয়েন্টে মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

গেল বুধবার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে শাহ পরীর দ্বীপের গোলারচর এলাকায় ডুবে যায় ট্রলারটি। ট্রলারের ১২ যাত্রী সাগরে ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড ও স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করে। নিখোঁজ থাকে একজন।

এ সময় উদ্ধারকারী একটি স্পিডবোট উল্টে গিয়ে আরও দুইজন নিখোঁজ হয়। আজ দুজনের মরদেহ পাওয়া গেল।

/এনকে

Exit mobile version