Site icon Jamuna Television

আজ নির্বাচনের তফসিল ঘোষণা

আজ সন্ধ্যা সাতটায় একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন সিইসি কে এম নুরুল হুদা।

বিটিভিতে ভাষণের মাধ্যমে কে এম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর যেন দেশের কোথাও কোনো সংঘাতময় পরিবেশ তৈরি না হয় তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মহড়াও দিয়েছে র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

এবার নির্বাচনে সীমিত আকারে ব্যবহার হবে ইভিএম এর। সেনাবাহিনী থাকবে ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে। গতকাল সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, ইভিএম-এ সমর্থন আছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির।

যমুনা অনলাইন:আরএ

Exit mobile version