Site icon Jamuna Television

সহিংসতায় আহতদের চিকিৎসা ও উপার্জনের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসায় করণীয় সবই করবে সরকার। পাশাপাশি চিকিৎসা শেষে তাদের উপার্জনেরও ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। তাছাড়া কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, পুলিশ সদস্যকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে গাজীপুরের আওয়ামী লীগের কর্মীকেও হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল। এদের কোনো মনুষত্ববোধ নেই। জঙ্গিবাদকে সুযোগ করে দেয়ার জন্য এই সহিংসতা কি না এমন প্রশ্নও তোলেন তিনি।

সরকারপ্রধান আরও বলেন, আমরা তো সব দাবি মেনে নিয়েছি। তারপরও আবার কেন…? হাসপাতালে দুষ্কৃতিকারীদের আক্রমণ দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, কোটা আন্দোলনে সাম্প্রতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহতদের অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

/আরএইচ/এমএন

Exit mobile version