Site icon Jamuna Television

ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মুল্যের আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) শুক্রবার (২৬ জুলাই) ভোরে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ নেওয়াজ জানান, উপজেলার দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা মূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।

/এমএইচআর

Exit mobile version