Site icon Jamuna Television

বাংলাদেশসহ ১১টি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় শুরু হয়েছে আর্ট মেলা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় শুরু হয়েছে আর্ট মেলা। মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশসহ ১১টি দেশ। কুয়ালালামপুরের প্যাভিলিয়ন দামানসারা হাইটসে শুরু হওয়া মেলা চলবে ৪ আগষ্ট পর্যন্ত। সোরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া এটির আয়োজন করে। মেলায় আর্ট, কারুশিল্প, পণ্যদ্রব্যের পাশপাশি চলছে চিত্রপ্রদর্শনী।

শুক্রবার (২৬ জুলাই) এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার মো. শামীম আহসান। এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো কাজাখস্তান, হাঙ্গেরি,চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালদোভা, উগান্ডা এবং মালয়েশিয়া।

মেলায় বাংলাদেশ হাইকমিশনের তত্ত্ববধানে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট  মালয়েশিয়া চ্যাপ্টার অংশগ্রহণ করেছে। ২টি প্রদর্শনী বুথে বৈচিত্র্যময় পরিসরে বাংলাদেশী হস্তশিল্প, গৃহসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক, গহনা, খাবার ও পানীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেট কমিউনিকেশন ট্যুরিজম মালয়েশিয়ার পরিচালক মোহাম্মদ শাহরীর মোহাম্মদ আলী, কাতার দূতাবাসের কাউন্সিলের ইব্রাহীম আল শেরাইম, প্যাভিলিয়নের পরিচালক ম্যাডাম সুয়ান ওয়াই, আর্ট মার্কেট মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা রিতা হাত্তাসহ  বিভিন্ন দেশের  শিল্পী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার মো. শামীম আহসান  তার বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন এবং মালয়েশিয়ার শিল্প -সংস্কৃতি, ব্যবসা-বানিজ্যে ও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের সম্পৃক্ততার ওপরও আলোকপাত করেন। তিনি বলেন, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশী বসবাসের সুবাদে স্থানীয় মালয়েশিয়ানদের মাঝে বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতি  সম্পর্কে জানার আগ্রহ পরিলক্ষিত হয়। উক্ত মেলার আয়োজন আগত অতিথিদের অংশগ্রহণকারী দেশ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন তিনি।  

এসময় হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ধরণের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্য বিশেষ করে হস্তশিল্পের  বাজার সৃষ্টির সুযোগ তৈরী হবে বলে আশা করা যায়। রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে তৈরী পোষাকের পাশাপাশি অন্যান্য পণ্য বেশি করে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসৃত ‘অর্থনৈতিক কূটনীতি’ অনুসরনের ধারাবাহিকতায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে।

বাংলাদেশকে এ মেলায় অংশগ্রহণের সুযোগ প্রদানে হাইকমিশনার আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশের ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট মালয়েশিয়া চ্যাপ্টার, প্রাণ, মৈত্রীসহ অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও, তিনি বাংলাদেশের হস্তশিল্প ও খাবার মালয়েশিয়ায় পরিচিতিকরণে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট মালয়েশিয়া চ্যাপ্টার এর ভূমিকার জন্য তাদের সাধুবাদ জানান।

উল্লেখ্য, হাইকমিশনার  বাংলাদেশ  স্টলে আগত দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি  বিষয়ে তাদেরকে অবহিত করেন। দর্শনার্থীরা বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন।

/এমএইচআর

Exit mobile version