Site icon Jamuna Television

‘মুক্তিযোদ্ধা কোটা কারা পাবে তা জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে’

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের চাকরিতে প্রবেশের বয়স নেই। তাহলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার সুবিধা কারা পাবে তা জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজ্জাম্মেলক হক। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মোজ্জাম্মেল হক বলেন, এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত আদালত শুনবেন। মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা আইনী প্রক্রিয়ায় সমাধান করা হবে। এ সময় কোটা নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগতও জানান তিনি।

তিনি আরও বলেন, জঙ্গিদের ছিনিয়ে নেয়ার জন্য নরসিংদীতে কারাগারে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বন্দীদের কারাগার থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version