Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, পাপ্পু হোসেন মাদক কারবারী।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, বুধবার রাতে উজলপুর এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিলো। এমন সময় টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একদল মাদক ব্যবসায়ী। পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির পর এক পর্যায়ে পিছু হটে মাদক কারবারীরা।

এসময় বাকিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যায় সে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহত পাপ্পুর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। সে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

যমুনা অনলাইন: আরএ

Exit mobile version