Site icon Jamuna Television

সহিংসতায় আহত: ‘কে কোন দল করে চিকিৎসায় তা বিবেচনা করা হবে না’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দল করলো সেটা যেমন বিবেচনায় আনা হবে না। তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না— এ কথা বলেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

এই আন্দোলনে আহতদের দেখতে শনিবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেলে যান ১৪ দলের নেতারা। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজ নেন তারা।

পরে এই জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে, তাদের পরিবারের পাশে দাড়াঁবে সরকার।

এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকের সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন জানায় উল্লেখ করে তিনি জানান, এই জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।

/এমএন

Exit mobile version