Site icon Jamuna Television

আন্দোলন: ‘আলেমদের যুক্ত করার চেষ্টা হয়েছিল, তবে ফাঁদে সাড়া দেননি’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে সেই ফাঁদে আলেম-ওলামা সাড়া দেননি বলে জানান তিনি।

শনিবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আলেম-ওলামাদের আয়োজনে মানববন্ধনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা তালেবানি কায়দায় বর্বরতা চালিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সরকার বদ্ধপরিকর। তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

আহতদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব সরকার নেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনও হয়রানি করা হবে না এ সময় বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

/এমএন

Exit mobile version