Site icon Jamuna Television

সহিংসতার অভিযোগে রাজধানীতে আড়াই হাজারেরও বেশি গ্রেফতার

ফাইল ছবি।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) গ্রেফতারের এই তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল।

ঢাকা মহানগর পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় জড়িতদে ধরতে এখনও অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান চলবে।

এদিকে, নাশকতাকারীদের তথ্য দিতে ০১৩২০-২০২০২০ এই নম্বরে দেয়ার অনুরোধ জানায় ডিএমপি। সময় তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা ও নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version