Site icon Jamuna Television

অ্যাটর্নি জেনারেল জেফ সেশসনস’কে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের দায়িত্বে থাকা অ্যাটর্নি জেনারেল জেফ সেশসনস’কে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, সাময়িকভাবে এই কর্মকর্তার স্থলাভিষিক্ত হচ্ছেন চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটেকার। তিনি রুশ বিষয়ক তদন্তের ঘোর বিরোধী।এদিকে, পদত্যাগপত্রে সেশনস্ স্পষ্ট করেছেন– স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েননি তিনি। বলেন, প্রেসিডেন্টের চাপেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো। এর আগে, ট্রাম্পের সাথে আলাবামা রাজ্যের সাবেক এই সিনেটরের বৈঠক হয়। মার্কিন গণমাধ্যম বলছে, এই সিদ্ধান্তের পর তদন্ত এগিয়ে নেবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন।

২০১৭ সালের মার্চে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত শুরু করেন বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলার। যার দায়িত্বভার দেয়া হয় অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস’কে।

যমুনা অনলাইন : আর এ

Exit mobile version