Site icon Jamuna Television

কমলা হ্যারিসকে সমর্থন দিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, এই সপ্তাহের শুরুতে মিশেল ও আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের চমৎকার একজন প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এসময় হ্যারিসের প্রতি সমর্থন চেয়ে জনগণের উদ্দেশে বলেন, নভেম্বরে তার (হ্যারিস) জয় নিশ্চিত করতে আমরা যা করতে পারি তা করতে যাচ্ছি।

উল্লেখ্য, ২০০৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামাই সর্বশেষ ডেমোক্র্যাট নেতা যিনি হ্যারিসের প্রার্থিতাকে সমর্থন করেছেন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ওবামা হোয়াইট হাউস ছাড়েন ২০১৬ সালে। সেবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

/এমএইচআর

Exit mobile version