Site icon Jamuna Television

ঢাকাসহ ৪ জেলায় বাড়লো কারফিউ শিথিলের সময়

আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ঢাকাসহ ৪ জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া, বাকি জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

শনিবার (২৭ জুলাই) রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে। খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, যারা আন্দোলন করেছে এবং আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে, তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। এ সময় দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

/এএস

Exit mobile version