Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়াকে ‘উত্তর কোরিয়া’ বলায় বিপাকে অলিম্পিক কমিটি

প্যারিসের সিন নদীতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের সময় ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেসময় দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের উত্তর কোরিয়ার খেলোয়াড় বলে পরিচয় করিয়ে দেয় উপস্থাপক। যা নিয়ে বিপাকে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক পরিচয় করিয়ে দেন এভাবে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া’ যা শুনে অনেকেই চমকে ওঠেন। কারণ এটি উত্তর কোরিয়ার সরকারি নাম। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সরকারি নাম হলো ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’। ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে।

অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক মার্ক অ্যাডামস। তিনি বলেছেন, স্পষ্টভাবে এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। চলমান প্রক্রিয়ার মাঝেই এই ভুল হয়ে গেছে। সেই (উদ্বোধনী অনুষ্ঠানে) সন্ধ্যায় অনেকগুলো ঘটনা ঘটছিল, এরই মাঝে ভুল হয়েছে, আমরা শুধু ক্ষমাই চাইতে পারি।

এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেছে। পোস্টে তারা লিখেছে, উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মি-রানও। এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এদিকে, আইওসি প্রেসিডেন্ট বাখের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লের।

/এমএইচআর

Exit mobile version