Site icon Jamuna Television

ড্রোনকাণ্ডে ৬ পয়েন্ট কাটাসহ এক বছরের জন্য নিষিদ্ধ কানাডার কোচ

প্যারিস অলিম্পিকে প্রতিপক্ষের ডেরায় ড্রোন উড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা নারী ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যান। একই শাস্তি প্রদান করা হয় কানাডার দুই অফিসিয়াল জোসেফ লোমবার্ডি ও জেসমিন ম্যান্ডেরকে।

পাশাপাশি ৬ পয়েন্ট কেটে নেয়া হয় কানাডা নারী দলের। গত সোমবার (২২ জুলাই) নিউজিল্যান্ড নারী দলের কৌশল জানতে ড্রোন ওড়ানোর অভিযোগ আনা হয় কানাডার বিরুদ্ধে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তির খড়গ নেমে আসে দলটির বিপক্ষে। অভিযোগ পর্যালোচনা করে শাস্তির পক্ষে রায় দেয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এদিকে গত বৃহস্পতিবার জয় দিয়ে স্বর্ণ ধরে রাখার মিশন শুরু করলেও এখন গ্রুপ পর্ব পার হওয়াটাই কঠিন হয়ে পড়েছে কানাডার জন্য।

ফিফার সিদ্ধান্তে গ্রুপ পর্বই পেরুনো কঠিন হয়ে গেল গত আসরে প্রথম এই ইভেন্টের স্বর্ণ জেতা কানাডার। ৩ থেকে তাদের পয়েন্ট হয়ে গেছে মাইনাস ৩। ‘এ’ গ্রুপের টেবিলে এ মুহূর্তে তলানিতে আছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

/এমএইচআর

Exit mobile version