Site icon Jamuna Television

তিন দিন পেরুলেও স্বাভাবিক হয়নি প্যারিসের রেল নেটওয়ার্ক

প্যারিসে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ ব্যবস্থা। হামলাকারীদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার পর্যন্ত চালু করা সম্ভব হয়নি হামলার শিকার গুরুত্বপূর্ণ তিনটি রেললাইন। ফলে এ রুটে বাতিল করতে হয়েছে সকল ট্রেন যাত্রা।

তবে ক্ষতিগ্রস্ত রেলপথ দিয়ে চলাচল করা ১০টি ট্রেনের মধ্যে চালু আছে বাকি ৭টি ট্রেন। কিন্তু স্টেশনে পৌঁছাতে প্রতিটি ট্রেনের দেরি হচ্ছে ১ থেকে ২ ঘন্টা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আগামী সোমবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে এসএনসিএফ।

উল্লেখ্য, প্যারিসে অলিম্পিকের আগে রেল লাইনে ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। রেল নেটওয়ার্কের কেবল বক্সে অগ্নিসংযোগের ঘটনায় প্যারিসের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তার জানান, রেল নেটওয়ার্কে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version