Site icon Jamuna Television

‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: ব্যারিস্টার মাহবুব খোকন

ফাইল ছবি

কোটা আন্দোলনে ‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার (২৮ জুলাই) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, সরকার বলেছিলো কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না, অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে, ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এটিকে সরকারের দ্বিমুখী নীতি বলেও মন্তব্য করেন ব্যারিস্টার খোকন।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে রাজনৈতিক বিরোধীতার জেরেই ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে।এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি।

/এএস

Exit mobile version