Site icon Jamuna Television

চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া পণ্যের ৭ দিনের ফি মওকুফ: নৌ প্রতিমন্ত্রী

ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া পণ্যের ৭ দিনের ফি বা পোর্ট ডেমারেজ মওকুফ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সুবিধা আপাতত শুধু তৈরী পোশাক খাতের ব্যবসায়ীরা পাবেন।

রোববার (১৮ জুলাই) সচিবালয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, অন্য খাতের ক্ষেত্রে এই সুবিধা দেয়া হবে কিনা-তা নির্ধারন হবে প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর। তিনি জানান, ইন্টারনেট বন্ধ থাকায় পণ্য খালাসে সমস্যা হওয়ায় বন্দরে কন্টেইনার জট লেগেছে।

এ সময় বিজিএমই সভাপতি জানান, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংকটে তৈরী পোষাক খাতে ৭ হাজার ৪০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর বাইরে মজুরি বাবদ ক্ষতি হয়েছে ১১’শ কোটি টাকার মতো।

/এএস

Exit mobile version