Site icon Jamuna Television

টাইফুন গায়েমি’র আঘাতে বিপর্যস্ত চীন, নিহত ১৫

সুপার টাইফুন গায়েমি’র আঘাতে বিপর্যস্ত চীনের বিশাল এলাকা। রোববার (২৮ জুলাই) চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পর্যটন এলাকায় পাহাড়ধসে পনের জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে একাধিক প্রদেশে। ভারী বর্ষণের ফলে তলিয়েছে উত্তরাঞ্চল। গুয়াংডং প্রদেশে দুশ’র বেশি শহর ও গ্রামে চলছে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস। ২৪ ঘণ্টায় গড়ে ৪০০ মিলিলিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কমপক্ষে এক লাখ ত্রিশ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগের সাত হাজার কর্মী।

টাইফুনের প্রভাব মোকাবেলায় প্রায় সাড়ে ছয় কোটি ডলার বরাদ্দ করেছে দেশটির সরকার। স্থানীয় উদ্ধারকর্মীদের প্রশিক্ষণে মোতায়েন করা হয়েছে ১৭টি বিশেষ দল। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে নিয়োগ করা হয়েছে অন্তত ৯৫ প্রকৌশলীকে।

/এএম

Exit mobile version