Site icon Jamuna Television

আগরতলা রেলস্টেশন থেকে ২৩ বাংলাদেশি গ্রেফতার

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেশন থেকে ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় রেল পুলিশ। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ সংস্থা এএনআই।

রেল পুলিশ জানায়, শনিবার (২৭ জুলাই) এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশের বয়স ১৯-৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে বেশীরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। তাদের মধ্যে একজন দালালও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম রেজা (২৭), রাম সাহা (২৪), আসমাউল হক (২০), জাকির হোসাইন (৪০), ইব্রাহিম খলিল (২৩), শাহীন আলী (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসাইন (২১), মো. তাইব হোসাইন (১৯), মো. ডালিম (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. সাহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৩), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), মো. রেহান শেখ (১৯)। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া, মো. শাহীন  আলী (২৬), আলী আকবার (২৬) ও শাকিল শেখের (১৯) বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

রেল পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি তারা কী কারণে ত্রিপুরায় এসেছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া, এর সাথে কোনো বড় চক্র জড়িত কি না তাও তদন্ত করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

/আরএইচ

Exit mobile version