Site icon Jamuna Television

দাবানলে পুড়ে ধ্বংস কানাডার জ্যাসপার শহরের এক-তৃতীয়াংশ

কানাডার পর্যটন নগরী জ্যাসপারে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফায়ার ডিপার্টমেন্ট প্রধানের বাসভবন। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে গেছে ঐতিহাসিক জ্যাসপার শহরের বিস্তীর্ণ অঞ্চল। ধারণা করা হচ্ছে ভয়াবহ এই দাবানলে ধ্বংস হয়েছে শহরের এক-তৃতীয়াংশ।

শহরের অন্যান্য জায়গার আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে পুড়ছে জ্যাসপার ন্যাশনাল পার্ক। তীব্র আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শহরটির জাতীয় উদ্যান। প্রায় এক সপ্তাহ ধরে চলা দাবানলে জ্যাসপার থেকে সরানো হয়েছে ২৫ হাজারের বেশি পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবছর ২৫ লাখেরও বেশি পর্যটক ঘুরতে যান এই শহরে।

/এটিএম

Exit mobile version