Site icon Jamuna Television

১৭ বছরের শিশুকে হাতকড়া পরানো ভুল হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৯ জুলাই) বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মো. মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এ কথা বলেন।

শিশু ফাইয়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে তিনি তা বিবেচনার আবেদন জানান। শনিবার নাশকতার মামলায় শিশু ফাইয়াজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত। শিশু অধিকার লঙ্ঘন হওয়ায় উচ্চ আদালত রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলেন। ওইদিনই আদালতের আদেশের বাস্তবায়ন হয়।

এর আগে, গতকাল রোববার (২৮ জুলাই) আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট করেন আইনজীবী ড. শাহদীন মালিক।

এটিএম/

Exit mobile version