Site icon Jamuna Television

কারফিউ শিথিলকালে বেড়েছে মানুষের কর্মব্যস্ততা

কারফিউ শিথিলকালে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে যান চলাচলও। অফিস-আদালতে কাজের পাশাপাশি সবাই জরুরি অন্যান্য কাজও সেরে নিচ্ছেন এই সময়ে।

রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল ১১ ঘণ্টা শিথিল কারফিউ। কারফিউ শিথিল হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে সড়কে বেড়েছে যান চলাচল।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত। সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের কারফিউয়ের সময় জানান। সে অনুযায়ী এই তিন দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ চলছে।

/এনকে

Exit mobile version