Site icon Jamuna Television

সহিংসতা থেকে শিশুদের রক্ষায় ইউনিসেফের আহ্বান

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনা থেকে শিশুদের রক্ষা করতে সবপক্ষকে আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সোমবার (২৯ জুলাই) নিজেদের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এই আহ্বান জানায় সংস্থাটি।

ইউনিসেফ ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লেখে, বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ শিশুদের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জানায়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়-ভীতিমু্ক্ত একটি নিরাপদ পরিবেশে তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সহিংসতায় দেশে ১৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। নিহতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।

/এনকে

Exit mobile version