Site icon Jamuna Television

মুক্তি পেলো ক্যামেরুনে অপহৃত ৭৮ শিক্ষার্থী

বন্দিদশা থেকে মুক্তি পেলো ক্যামেরুনে অপহৃত ৭৮ শিক্ষার্থী। বুধবার এ তথ্য নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।

বিবৃতিতে জানানো হয়, শিক্ষার্থীদের সাথে এক গাড়িচালককে মুক্ত করা হলেও; এখনও আটক স্কুলটির প্রিন্সিপাল ও একজন শিক্ষক। আরও বলা হয়, বামেন্দার কেন্দ্রীয় গির্জার কাছে তাদের ফেলে যায় সশস্ত্র বাহিনী। স্থানীয় প্রশাসনের সাথে সমঝোতা অনুসারে, মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়ার কথা ছিলো। কিন্তু, বাজে আবহাওয়ার কারণে বিলম্বিত হয় মুক্তি। গেলো মাসেও, একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ কিশোরকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী। পরে ৪ হাজার মার্কিন ডলার মুক্তিপণের মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।

মূলতঃ ইংরেজি ভাষাভাষী সম্প্রদায় দেশটির উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে স্বায়ত্ত্বশাসন দেখতে চায়। সেই দাবিতে বারবার চালানো হচ্ছে অপহরণ-গুমের ঘটনা।

Exit mobile version