Site icon Jamuna Television

আসিফ মাহতাব ও সমন্বয়ক আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে ছয় দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র আরিফ সোহেলকেও রিমান্ডে পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় এই দুজনকে রিমান্ডে নেয়া হয়।

এর আগে, শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। একই দিন রাত সোয়া ৩টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ তোলা হয়। এসময় নিজেদের সিআইডি ও ডিবি পুলিশ পরিচয় দেয় তারা।

/এএম

Exit mobile version