Site icon Jamuna Television

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি। তবে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসির অধীনে রাখার পরামর্শ দিয়েছে দলটি।

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার সকালে ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন।

এসময় পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, কার অধীনে নির্বাচন হবে সেটি নিয়ে কানাঘুষার কোনো সুযোগ নেই। তবে নির্বাচনকালীন সময়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এই সরকার।

রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে সে জন্য ইসি’কে সাবধান হওয়ার তাগিদও দিয়েছে দলটি। অনেক রোহিঙ্গা ইতোমধ্যে ভোটার হয়েছে দাবি করে রাশেদ খান মেনন বলেন, তারা যেন ভোট না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে কমিশনকে।

Exit mobile version