Site icon Jamuna Television

জরুরি অবস্থা ঘোষণা উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যায় আটকে থাকা মানুষদের সরিয়ে নিতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে সামরিক হেলিকপ্টার। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই দুর্যোগ মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ায় নজিরবিহীন বৃষ্টি হচ্ছে। চলতি মাসের শুরুতে দেশটির কায়েসং সিটিতে একদিনে রেকর্ড ৪৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়ায় ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। রেকর্ড বৃষ্টিপাতের ফলে সপ্তাহান্তে উত্তর কোরিয়ায় বন্যার কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। 

স্থানীয় সময় রবিবার, চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

/এআই

Exit mobile version