Site icon Jamuna Television

ইসরায়েলে হিজবুল্লাহ হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ইসরায়েলের গোলানের একটি ফুটবল মাঠে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গত সপ্তাহে দাম যতটা কমেছিল, গতকালের হামলার পর আবার বাড়লো দাম। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮১.৩৩ ডলারে উঠেছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দামও ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৭৭.২৫ ডলারে উঠেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১.৮ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৩.৭ শতাংশ কমেছিলো।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে পশ্চিমারা রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। ব্যাহত হয় তেল সরবরাহ ও উৎপাদন। 

/এআই

Exit mobile version