Site icon Jamuna Television

পুরাতন কারাগারের আদালতে খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় শুনানির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে তোলা হয়েছে। এর আগে তাকে চিকিৎসায় শেষে বঙ্গবন্ধু মেডিকেল থেকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ষষ্ঠতলার কেবিন থেকে হুইল চেয়ারে করে নামিয়ে আনা হয় তাকে। আগে থেকেই প্রস্তুত ছিল গাড়িবহর। একটি কালো গাড়িতে করে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই স্থানান্তর ঘিরে বিএসএমএমইউ ও নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দিতে পাঁচ সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। আদালত খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের অনুমতি দেন। ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

Exit mobile version