Site icon Jamuna Television

ঢামেকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেছেন কিছু অভিভাবক। অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি।

সোমবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনের সড়কে জড়ো হবার চেষ্টা করেন অভিভাবকরা। অভিযোগ করেন, পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

এ সময় তারা বলেন, বাংলাদেশের মানুশকে খুন করে হলেও সরকারকে রাষ্ট্র চালাতে হবে। সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত-আহতের ঘটনায় এ অবস্থান পালন করতে চান বলে জানান তারা। এ সময় সন্তান হত্যার বিচার চান তারা।

তবে, কর্তৃপক্ষ থেকে এমন কোনো কর্মসূচির অনুমতি নেয়া হয়নি বলেই তাদের বাধা দেয়া হয়েছে বলে দাবি করছে পুলিশ।

/এএস

Exit mobile version