Site icon Jamuna Television

কোটা আন্দোলনে সহিংসতা: ঢাকায় ২৬৪ মামলা, ৫৩টি হত্যার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিভিন্ন থানায় এখন পর্যন্ত ২৬৪টি মামলা হয়েছে। যার ৫৩টি হত্যা মামলা।

এসব মামলার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২ হাজার ৮০০ এর অধিককে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেয়া আসামিদের দেয়া তথ্যে গ্রেফতার অভিযান চলছে বলে জানান তিনি।

থানায় কোনও গ্রেফতার বাণিজ্য হচ্ছে না বলেও জানান বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, নিরপরাধ কোনও ব্যক্তি কিংবা শিক্ষার্থীকে হয়রানি করলে সেই পুলিশের বিরুদ্ধেও ব্যাবস্থা নিবে ডিএমপি।

ডিএমপির যুগ্ম কমিশনার আরও বলেন, শুধুমাত্র যারা হামলায় অংশ নিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে পুলিশ।

/এমএন

Exit mobile version