Site icon Jamuna Television

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) ‌শেষ বিকেলে ফ্রেন্ডস পার্ক ইন নামক হোটেলটির তৃতীয় তলায় সি-৫ নামক রুমের দরজা ভেঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়। জিহাদের বাড়ি ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরে। তার বাবার নাম জাহিদ হাসান জাফর। পোষ্ট মর্টেমের জন্য জিহাদের লাশ পটুয়াখালী মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পা‌ঠি‌য়েছে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, রবিবার দুপুর দুইটায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেয়। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে ‌বিকেলে পুলিশ এসে জিহা‌দের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, প্রাথমিক সুরাতহাল শেষে পোষ্ট মর্টেমের জন্য পাঠা‌নো হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

/আরআইএম

Exit mobile version