Site icon Jamuna Television

ঢাকাসহ ৪ জেলায় বাড়লো কারফিউ শিথিলের সময়

ফাইল ছবি।

ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। দেশের বাকী জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসকরা সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। গোয়ান্দা তথ্য, ভিডিও ফুটেজ মাধ্যমে শনাক্ত ব্যক্তিদেরকেই গ্রেফতার করা হচ্ছে। কোথাও ভুলক্রমে কাউকে গ্রেফতার করা হলে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয়া হচ্ছে। এ সময় কোথাও গণগ্রেফতার করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের পেছনে থেকে একটি পক্ষ দেশকে অচল করে দেয়ার পরিকল্পনা করেছিল। এই কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ৪ জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

/আরএইচ

Exit mobile version