Site icon Jamuna Television

মালয়েশিয়ার বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানু জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২৯ জুলাই) জেলার হুলু তেরেঙ্গানুর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর (কন্ট্রোল) মাত আমিন হাসান বলেন, সোমবার সকাল ৯টার দিকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, ও মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন বৈধ ভ্রমণ নথি ছাড়া ও পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন। কাগজপত্র পরীক্ষার সময় বিষয়টি প্রমাণিত হয়েছে।
এ সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল বলেও জানান তিনি। আরও তদন্তের জন্য ওই ১৯ জনকে আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version