Site icon Jamuna Television

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ আজ

ফাইল ছবি

শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আরও একদফা শুনানি আজ। একইসাথে আজ বুধবার (৩১ জুলাই) এ নিয়ে আজ আদেশও দিবেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস. এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ কথা জানান।

এ দিন, শুনানিতে সহিংসতা ও মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, এ ঘটনায় তারা লজ্জিত। এজলাসে, দু’পক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায়-দফায় হট্টগোল হয়।

এর আগে, সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মানজুর আল মতিন। রিটে- মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান’সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

/এএস

Exit mobile version