Site icon Jamuna Television

হামাসের প্রধান হানিয়াকে গুপ্তহত্যা ‘কাপুরুষের’ কাজ: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানান মি. আব্বাস।

এ ধরণের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস। হামলায় হানিয়ার মৃত্যু চলমান সংকটকে আরও ভয়াবহ রূপ দেবে বলেও মত তার।

উল্লেখ্য, বুধবার (৩১ জুলাই) ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে, তেহরান যান এই হামাস নেতা।

/এআই

Exit mobile version