Site icon Jamuna Television

হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য: খামেনি

ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, ‘তার (হানিয়ার) মৃত্যুর প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য। খবর আল জাজিরার।

ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই ‘কাপুরুষোচিত’ হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনায় পুড়তে হবে। ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সম্মান, গর্ব ও মর্যাদা রক্ষা করবে।

হামাস প্রধানের হত্যাকাণ্ডের পরই জরুরি বৈঠক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডাররা। যাতে অংশ নেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। গুপ্তহত্যার বিষয়ে বৈঠক করেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি আইআরজিসি। তবে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, আজ ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন এই হামাস নেতা।

/এএম

Exit mobile version