Site icon Jamuna Television

কুর্মিটোলায় আহতদের দেখতে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সম্প্রতি দেশের বিভিন্নস্থানে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

বুধবার (৩১ জুলাই) বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা হাসপাতালটিতে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলেন। তাদের ওপর চলা বর্বরতার বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালে ভর্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি।

/আরআইএম

Exit mobile version