Site icon Jamuna Television

রাবির ৫ শিক্ষার্থী আটক, ছাড়াতে থানায় শিক্ষকরা

রাজশাহী ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

আসাবুল হক বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যার মধ্যে রাজপাড়া থানায় ২ জন ও মতিহার থানায় ৩ জন শিক্ষাথী রয়েছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদের যেন থানায় আটক রাখা না হয় সেই বিষয়ে দুই থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, আটককৃতদের প্রথমিক ভাবে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের সাথে কথা বলে জিজ্ঞেসাবাদ চলছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক মতিহার থানায় গিয়ে অবস্থান করছেন শিক্ষাথীদের না ছাড়লে শিক্ষকরা থানা থেকে যাবেন না বলে জানিয়েছেন। এখন পর্যন্ত পাঁচ শিক্ষাথীকে ছাড়া হয়নি। অন্যদিকে মতিহার থানায় রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

/এটিএম

Exit mobile version