Site icon Jamuna Television

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের অ‌ভিযোগে কিশোর গ্রেফতার

প্রতীকী ছবি।

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম বিষয়‌টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত কিশোর রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত সোমবার (২৯) জুলাই বিকেলে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর শি‌শু‌টিকে চকলেট দেয়ার কথা বলে বাড়ির অদূরে এক‌টি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে ধর্ষণ ক‌রে। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান জানান, অ‌ভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া ওই শিশুটির ডাক্তারী প‌রীক্ষাও সম্পন্ন হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ

Exit mobile version