Site icon Jamuna Television

‘এফ-সিক্সটিন’ ফাইটার জেটের প্রথম চালান ইউক্রেনে

ফাইল ছবি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এফ-সিক্সটিন’ ফাইটার জেট পেলো ইউক্রেন। এরইমধ্যে যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছেছে দেশটিতে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (৩১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তাও স্বীকার করেছেন এই তথ্য।

দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চেয়ে আসছিলো ইউক্রেন। এখন পর্যন্ত ডেনমার্ক ১৯টি, নেদারল্যান্ডস ২৪টি এবং নরওয়ে ৬টি ‘এফ সিক্সটিন’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে।

মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি যুদ্ধবিমানটিতে রয়েছে একটি টোয়েন্টি-এমএম কামান। এটি বোমা, রকেট ও মিসাইল বহন করতে সক্ষম।

/এএম

Exit mobile version