Site icon Jamuna Television

পিসিবিতে ফিরছেন ওয়াকার ইউনিস!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটকে নতুন রুপে সাজানোর ইচ্ছা পোষণ করেছিলেন পিসিবি’র চেয়ারম্যান মহসিন নাকভি। তারই অংশ হিসেবে দেশটির কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক হেড কোচ ওয়াকার ইউনিসকে পুনরায় পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে চান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বোর্ডের পরিচালক বা উপদেষ্টা হিসেবে পিসিবিতে যোগ দিতে যাচ্ছেন ওয়াকার। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর সঙ্গে বৈঠকও হয়েছে তার। 

মূলত পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে নকভীর জন্য।  দেশটির রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারে তার সময় দেয়াটা অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া

পাকিস্তানের গণমাধ্যমের খবর, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির দায়িত্বও নিতে পারেন নকভি।  

তাই বোর্ডের প্রশাসনিক দিক নিজের কাছে রেখে ক্রিকেটীয় বিষয়গুলো ওয়াকারের কাঁধে তুলে দিতে চান তিনি। যেখানে রয়েছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট, নির্বাচক কমিটি কিংবা কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া না–দেওয়া এসব বিষয়গুলো দেখভাল করবেন ওয়াকার। 

আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটীয় বিষয়গুলো দেখতে বাংলাদেশ সিরিজের আগেই সাবেক ক্রিকেটারদের মধ্যে একজন নিয়োগ দিতে চায় পিসিবি। আর সে দৌড়ে এগিয়ে আছেন ৫২ বছর বয়সী ওয়াকার।

এর আগে তিন দফা বিভিন্ন সময়ে পাকিস্তান দলের বোলিং কোচ ও সহকারী কোচ ছিলেন ওয়াকার। এ ছাড়া বাবর আজমদের প্রধান কোচ ছিলেন দুই দফায়। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছিলেন ওয়াকার।

/আরআইএম

Exit mobile version