Site icon Jamuna Television

কিছুক্ষণের মধ্যেই জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে: আইনমন্ত্রী

জামায়াত নিষিদ্ধের প্রস্তাবে সম্মতি দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করেছি। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে। এর কারণেই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে।

এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে। এরপর, জামায়াতে ইসলামী আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোন কিছু করার চেষ্টা করলে সরকারের সেই প্রস্তুতি আছে বলেও জানান মন্ত্রী।

/এমএইচ

Exit mobile version