Site icon Jamuna Television

বিটিভিতে হামলার প্রতিবাদ জানালেন শিল্পীরা

কোটা আন্দোলনের সময় সৃষ্ট সহিংসতায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পীরা। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে ‘সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’ ব্যানারে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদে শিল্পীরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে। তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শিল্পীদের কর্মসূচি শেষ হয়।

এর আগে, হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদশর্ন করেন শিল্পীরা। সেসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুনা বিশ্বাস, শমী কায়সার ও সুজাতা’সহ আরও অনেকে।

/এমএইচআর

Exit mobile version