Site icon Jamuna Television

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনকে স্বাগত জানালো ছাত্রলীগসহ ৫ সংগঠন

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে ৫টি ছাত্র সংগঠন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার (১ আগষ্ট) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের এই ৫টি সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় ছাত্র সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধমীর্য় উগ্রবাদী, সন্ত্রাসবাদী, স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী, হত্যা-খুন-ধ্বংসের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মুক্তিযুদ্ধে তারা (তৎকালীন ইসলামী ছাত্র সংঘ) গণহত্যা, সংঘবদ্ধ ধর্ষণ ও যুদ্ধাপরাধ সংঘটনে ভূমিকা পালন করেছিল।

এতে জামায়াত-শিবিরে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসেবে তালিকা প্রকাশ এবং তাদের নিয়ন্ত্রিত সকল ব্যবসায়িক- আর্থিক প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ সকল প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক রবিন হোসেন জয় ও জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক শাহিনুর রহমান।

/আরএইচ

Exit mobile version